ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে পাংশার ৩টি প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৯ ১৩:১২:০৮
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে পাংশা উপজেলার বড় বাজার ও থানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে পাংশা উপজেলার বড় বাজার ও থানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রান্না, সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে বসুন্ধরা হোটেল এন্ড রেঁস্তোরাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

  সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, পাট অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের মুখ্য পরিদর্শক গোলাম ছরওয়ার তালুকদার, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক হারুন অর রসিদ এবং পাংশা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।   

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ