প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে মঙ্গল গ্রহে মানববিহীন নভোযান পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির এমিরেটস স্পেস এজেন্সি ও মুহাম্মদ বিন রাশিদ স্পেস সেন্টার জানিয়েছে, আজ ২০শে জুলাই আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে জাপানের টানেগশিমা মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপিত হবে।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে দুই দফায় এর তারিখ পরিবর্তনের পর নতুন তারিখ ঘোষণা করে দেশটি। অভিযানে ব্যবহৃত মহাকাশযানের নামকরণ করা হয়েছে ‘আমাল’-আরবী ভাষায় যার অর্থ আশা। আগামী বছরের (২০২১) ফেব্রুয়ারী মাসে এটি মঙ্গল গ্রহে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ওই বছরই সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করবে।