রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৭ই ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত ইউপি সদস্যদের (সাধারণ ওয়ার্ডের ৯০ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৩০ জনসহ মোট ১২০ জন) শপথ পাঠ করান পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। শপথ গ্রহণ শেষে দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আলীম, উপজেলা পরিসংখ্যান অফিসার মাহবুব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রভাস চন্দ্র সেনসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং সকল ইউপির চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপে গত ৫ই জানুয়ারী পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।