ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কালুখালী উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০২-২৮ ১৩:৩৩:২৫

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

  কালুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
  গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, সহকারী শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
  কালুখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শীতকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ