রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে ‘মোসলেম ট্রেড সেন্টার’ নামক নবনির্মিত একটি মার্কেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১লা মার্চ বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মার্কেটটির উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী। এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, সিদ্দিক মিয়া, মার্কেটের মালিক মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।