ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
আটরশির ওরস ফেরত গাড়ীর চাপে দৌলতদিয়ায় যানজট
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-০১ ১৪:১১:৫২

ফরিদপুরের আটরশির ওরস ফেরত গাড়ীর চাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

  যাত্রীবাহী গাড়ীগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করার কারণে পণ্যবাহী গাড়ীগুলোকে বেশী সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে। 

  গতকাল ১লা মার্চ সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত মহাসড়কের প্রায় ৫কিলোমিটার জুড়ে আটকে থাকা যানবাহনের  দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। বিকালের আগে যানজট তীব্র আকার ধারণ করে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী।

  সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল ১লা মার্চ ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস শেষ হয়। এরপরই ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জসহ ওই অঞ্চলের ভক্তদের শত শত বাস, ট্রাকসহ অন্যান্য গাড়ী একযোগে রওনা দেওয়ায় দৌলতদিয়া ঘাটের উপর অতিরিক্ত চাপ পড়ে এই যানজটের সৃষ্টি হয়। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ