ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
আটরশির ওরসের গাড়ীর চাপে দৌলতদিয়ায় যানজট অব্যাহত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-০২ ১৪:০৪:০০

ফরিদপুরের আটরশি’র ওরস ফেরত গাড়ীর চাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার যানজট অব্যাহত রয়েছে। 
  আটরশি’র বিশ্ব জাকের মঞ্জিলের ৩দিনব্যাপী বার্ষিক ওরস শেষ হওয়ার পর ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জসহ ওই অঞ্চলের ভক্তদের শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ীর চাপে দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের প্রায় ৪কিলোমিটার জুড়ে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় আটকে থোকায় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর পাশাপাশি দৌলতদিয়া ঘাটের উপর চাপ কমাতে গোয়ালন্দ মোড় এলাকাতেও বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে রাখা হয়েছে। গতকাল ২রা মার্চ সকালে সরেজমিন ঘুরে এই চিত্র দেখা গেছে। 
  বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক নূরু শেখ বলেন, গতকাল বিকালে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকে আছি। কখন ফেরীর দেখা পাব বলতে পারছি না। সিরিয়ালে আটকে থেকে খরচ যেমন বাড়ছে, তেমনি সময়মত মাল পৌঁছাতে না পেরে পার্টির কথা শুনতে হচ্ছে।
  সেবা গ্রীন লাইন পরিবহন নামের একটি বাসের চালক শাহ্ ফরিদ বলেন, রাত ২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকা পড়েছি। দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীরা হাঁপিয়ে উঠেছেন।
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, আটরশির ওরসের যানবাহনের চাপে এই দীর্ঘ সিরিয়াল তৈরী হয়েছে। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ