ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কালুখালী উপজেলায় ভোটার দিবসে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ
  • রাকিবুল ইসলাম
  • ২০২২-০৩-০২ ১৪:১১:১৪
৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২রা মার্চ সকালে কালুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচীর উদ্বোধন করেন -মাতৃকণ্ঠ।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

  কালুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২রা মার্চ সকালে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 

  এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিম আখতার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  পরে কালুখালী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  আলোচনা সভার শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা নির্বাচন অফিসে দিনব্যাপী জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান করা হয়। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ