ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২২-০৩-০৪ ১৩:১২:১২
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গত ৩রা মার্চ বিকালে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। 

  এ উপলক্ষ্যে গত ৩রা মার্চ বিকালে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

  জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজা মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়ল, নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শাজাহান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহব্বত মিয়া। 

  বক্তাগণ মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোকপাত করেন। 

  এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। আলোচনা পর্বের শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

  এ সময় জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ