ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা থেকে দিবালোকে ডিসকভার মোটর সাইকেল চুরি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-০৫ ১৩:২২:২১

রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা থেকে গতকাল ৫ই মার্চ দুপুরে রাজিব সরদার নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর ডিসকভার মোটর সাইকেল চুরি হয়েছে। 
  এ ব্যাপারে চুরি হওয়া মোটর সাইকেলের মালিক রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মজিবর সরদারের ছেলে রাজিব সরদার গতকাল শনিবার থানায় চুরির অভিযোগ করলে তা রাজবাড়ী থানার জিডি নং-২৫২ হিসেবে এন্ট্রি করা হয়। 
   রাজিব সরদার জানান, গতকাল দুপুর ১২টার দিকে তার ভাই ইলেকট্রিক মিস্ত্রী সজিব সরদার তিনি ৩নং বেড়াডাঙ্গার মুনসুরের তিনতলা বাড়ীতে ইলেকট্রিকের কাজ করতে আসেন। ওই বাড়ীর গেটের মধ্যে কালো-লাল রঙের ১১০ সিসি ডিসকভার ব্র্যান্ডের মোটর সাইকেলটি(রাজবাড়ী-হ-১২-৩৩২৩) রেখে তৃতীয় তলায় ভাড়াটিয়ার বাসায় ইলেকট্রিকের কাজ করেন। ঘন্টাখানেক পর কাজ শেষে নিচে নেমে দেখেন লক্ষাধিক টাকা মূল্যের মোটর সাইকেলটি নেই। অজ্ঞাত নামা চোর চক্র তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। 
  মোটর সাইকেল চুরির এ ব্যাপারে রাজিব সরদার থানায় লিখিত অভিযোগ করেন। এরপর বিকেলে থানার এস.আই মোঃ নুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ খবর লেখা পর্যন্ত চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়নি।
  উল্লেখ্য, সম্প্রতি ৩নং বেড়াডাঙ্গা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে মোক্তারের দোকানের সামনে থেকে দিবালোকে এলপি গ্যাসের সিলিন্ডার চুরিসহ আরো কয়েকটি চুরির খবর পাওয়া গেছে।     

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ