রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে দুই দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘রাজবাড়ী জেলার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় কালুখালীর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গত ১৯ ও ২০শে জুলাই উপজেলা পরিষদের হলরুমে এই পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলার বিভিন্ন এলাকার ১শ’ জন পাট চাষী এতে অংশগ্রহণ করেন। তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজিমুল ইসলাম, কালুখালী উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দী, বীজ প্রত্যয়ন কর্মকর্তা রিমা আক্তার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।