ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৩-০৭ ১৩:৩৪:১৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল সোমবার নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।  
  এ উপলক্ষ্যে গতকাল ৭ই মার্চ সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
  প্রথমে উপজেলা প্রশাসন, এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
  সন্ধ্যায় উপজেলা কোর্ট চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ। আলোচনা সভার শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

 

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে জয় মিজি গ্রেফতার
পাংশা শিল্পকলা একাডেমির পরিচালনায় দায়িত্বে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম
পাংশার পাট্টায় অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
সর্বশেষ সংবাদ