রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ৭ই মার্চ সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে কালুখালী উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যানমোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও আলোচনা সভার পূর্বে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়।