ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালুখালী উপজেলাতে মাছের পোনা অবমুক্তকরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৭-২১ ১৪:৫৯:১৮
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে গতকাল ২১শে জুলাই সকালে কালুখালী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ (২১-২৭শে জুলাই) উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 
  কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২১শে জুলাই সকালে উপজেলা পরিষদের পুকুরে এই মাছের পোনা (রুই জাতীয় মাছের ৩০ কেজি) অবমুক্ত করা হয়। 
  এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু ও ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।
  কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আশা করি, এই মৎস্য সপ্তাহের মাধ্যমে মানুষকে আরও বেশী করে মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে পারবো।

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা
বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী
গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের  সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ