ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বালিয়াকান্দি কলেজে আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৩-১২ ১৩:২৯:১৩

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী কলেজের আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ কর্তৃক যুদ্ধকালীন বীরত্বগাঁথা বিষয়ক স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১২ই মার্চ সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান বাচ্চু, কলেজের শিক্ষক আলিম আল রাজী, ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস ও এহতেশাম মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক রকিবুল ইসলাম।

  বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ৪ ভাগের ১ভাগ সময় জেলখানায় কেটেছে। তার নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলাম। তোমরা যারা শিক্ষার্থী সবাই আদর্শ মানুষ হবে। দেশপ্রেমে নিজেকে উৎসর্গ করবে। বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করবে। তাহলে তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ