রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বাহিরচর এলাকায় ৩৫ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়েছে।
গতকাল ১৫ই মার্চ ভোর রাতে সাইদ নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার একটি মাছের আড়তে নিয়ে আসার পর উন্মুক্ত নিলামে ১৩শত টাকা কেজি দরে ৪৫ হাজার ৫শত টাকায় সোহেল মোল্লা নামে একজন মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।
সোহেল মোল্লা বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় মাছ তেমন ধরা পড়ছে না। মাছটি কিনতে পেরে ভালো লাগছে। কিছুটা লাভে মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।