ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
গোয়ালন্দ উপজেলার জেলেদের মধ্যে খাদ্য সহায়তার বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-১৫ ১৪:৩৭:২১

জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় গতকাল ১৫ই মার্চ বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা এলাকার নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
   ইলিশ সম্পদ রক্ষা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গোয়ালন্দ পৌরসভা চত্ত্বরে এই চাল (২ মাসের জন্য জেলে প্রতি ৮০ কেজি করে) বিতরণ করা হয়। 
  প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। 
  এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, প্রবীণ আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
  সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, গোয়ালন্দ উপজেলার জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা ১হাজার ১৬২ জনের চাল বরাদ্দ এসেছে। পৌরসভা এলাকার জেলেদের মধ্যে বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। 

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা-শিক্ষা বৃত্তি প্রদান
 পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন
সর্বশেষ সংবাদ