রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় গত ১৬ই মার্চ বিকালে দাদা-দাদীর উপর রাগ করে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে নাতি নয়ন শেখ(২১)।
আগুনে আধাপাকা টিনের ঘরটি ও তার মধ্যে মজুদ করে রাখা খড়ি পুড়ে গেছে। ঘনবসতিপূর্ণ এলাকা হলেও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
নয়ন শেখের দাদা ওমর আলী শেখ বলেন, তিনি বাড়ীর সামনে মুদী দোকান করার পাশাপাশি খড়ির ব্যবসা করেন। কয়েকদিন পর বৃষ্টি হবে বলে কিছু খড়ি আধাপাকা টিনের ঘরটিতে মজুদ করে রাখেন। কিন্তু নাতি নয়ন শেখ মুরগীর খামার করার কথা বলে ঘরটি খালি করে দিতে বলে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হলে সে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।