নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবীতে গতকাল ২৩শে মার্চ বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বামফ্রন্টের আয়োজনে বালিয়াকান্দির আদর্শ লাইব্রেরী ও ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য সুবোধ মৈত্র’র সভাপতিত্বে সভায় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এস.এম দাউদ খান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু ও সাধারণ সম্পাদক শামছুল আলম বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী মুন্সী আমীর আলীসহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান।