স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ সমাপ্ত হয়েছে।
গতকাল ২৩শে মার্চ বিকালে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ মেলার নির্বাচিত স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। স্টলগুলোর মধ্যে কৃষি দপ্তর প্রথম, উপজেলা মৎস্য দপ্তর দ্বিতীয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর তৃতীয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ চতুর্থ এবং উপজেলা প্রকৌশলীর দপ্তর পঞ্চম স্থান অধিকার করে। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।