রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত ২৬শে মার্চ সকালে কলেজ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, এরপর পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কলেজের মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, কলেজের মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সকল কর্মসূচীতে কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল মোর্শেদ রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক আবু সায়েমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।