রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে খাবারের হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান(৪৮) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
গতকাল ২৮শে মার্চ দুপুরে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহরিয়ার জাহান পাংশা পৌরসভা এলাকার নারায়ণপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে।
জানা গেছে, দুপুর ১টার দিকে সে ডন মোড় বাসস্ট্যান্ড এলাকার ২টি খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স দেখতে চায়। এ সময় হোটেল মালিকরা ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে সে ওই ২ হোটেল থেকে ৫শত টাকা করে ১হাজার টাকা আদায় করে। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পাংশা থানায় খবর দেয়।
খবর পেয়ে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়াও এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন এবং মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ব্যাপারে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিচয়দানকারীকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট ধারা অনুযায়ী থানায় মামলা রজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।