ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
পাংশায় কৃষকদের মধ্যে পাট বীজ-সার বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-৩০ ১৫:৫৯:২৮

পাট অধিদপ্তরের উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ২হাজার ৩৬৯ জন কৃষকের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।
  পাট অধিদপ্তরের পাংশা উপজেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ৩০শে মার্চ উপজেলা পরিষদ চত্ত্বরে এই পাট বীজ ও সার বিতরণ করা হয়। 
  উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যার ফরিদ হাসান ওদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের জনপ্রতি ১ প্যাকেট করে পাট বীজ এবং ২ ধরনের ৩ ও ৬ কেজি করে সার দেয়া হয়।   

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ