ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
গোয়ালন্দে শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-৩০ ১৬:০৩:০৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ‘শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতে স্থানীয় সরকারের নিকট প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা গতকাল ৩০শে মার্চ সকালে অনুষ্ঠিত হয়েছে।

  গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স, সিটিজেন নেটওয়ার্ক ও ডাস বাংলাদেশ নামক ৩টি এনজিও। 

  কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ খোন্দকার আব্দুল মুহিত হীরার সভাপতিত্বে এবং ডাস বাংলাদেশের সভাপতি আমিরুল ইসলাম লিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর শাহিদা আক্তার, সচিব রুহুল আমীন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হামিদুল হক বাবলু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপনা করেন কামরুল ইসলাম কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ। 

  আলোচনা পর্বের শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র বরাবর এ সম্পর্কিং একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ