ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় স্কুল শিক্ষককে মারপিটের ঘটনায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-৩১ ১৭:০৮:৫৫

রাজবাড়ী জেলার পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক কমল কুমার আচার্য্যকে মারপিটের ঘটনায় গতকাল ৩১শে মার্চ বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
  বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। সেখানে অভিযুক্তকে গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ অন্যান্য শিক্ষকগণ বক্তব্য রাখেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক হয়ে পাংশা থানা চত্ত্বরে অবস্থান করে। সেখানেও শিক্ষক-শিক্ষার্থীরা বিচার চেয়ে স্লোগান দেয়। এ সময় পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের বলেন, শিক্ষককে মারপিটের ঘটনায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা রুজু করা হয়েছে। আসামী এলাকায় নেই। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদেরকে একটু সময় দিতে হবে। 
  উল্লেখ্য, গত ২৯শে মার্চ দুপুরে পাংশা পুরাতন বাজার এলাকায় মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শিক্ষক কমল কুমার আচার্য্যকে একই উপজেলার লক্ষ¥ীপুর গ্রামের জুয়েল মন্ডল নামে এক যুবক মারপিট করে। আহত শিক্ষক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছে।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ