ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ বিষয়ক মতবিনিময় সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-৩১ ১৭:১৬:৩৬

এনজিও সেভ দ্য চিলড্রেন ও কর্মজীবী কল্যাণ সংস্থা’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহায়তায় রাজবাড়ীতে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ বিষয়ক মতবিনিময় সভা গতকাল ৩১শে মার্চ বেলা ১২টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে
  জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএসের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যাতি শংকর ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মোস্তফা কবীর, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, সাংবাদিক বাবু মল্লিক ও দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সংস্থা (এমএমএস)’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার (এডুকেশন) সাইফুল ইসলাম খান সেলিম। 
  প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দৌলতদিয়া পতিতাপল্লীতে সে দ্য চিলড্রেন ও কেকেএস অনেক বছর ধরে কাজ করছে। তাদের কার্যক্রম আরও বাড়ানো দরকার। পতিতাপল্লীর বাচ্চাদের শিক্ষার জন্য বিশেষ প্রোগ্রাম হাতে নেয়া যায় কি-না সে ব্যাপারে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে। সেভ দ্য চিলড্রেন, কেকেএস, সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ সবাই মিলে ওদের শিক্ষার জন্য বিশেষ প্রোগ্রামের ব্যবস্থা করতে হবে। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন যেন শিক্ষার্থীরা সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে সেদিকে খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা নতুন প্রজন্মের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ