ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-০২ ১৫:৪৪:৩১

১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে ‘এমন বিশ্ব গড়ি-অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশিত করি’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২রা এপ্রিল সকালে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বক্তব্য রাখেন।
  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুর রহমান, রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট মোঃ নাসির উদ্দিন, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, আরশীর নির্বাহী পরিচালক শামসুন্নাহার চৌধুরী, প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের ভলান্টিয়ার মোঃ মোশারফ হোসেন ও অভিভাবক মাহফুজা খানম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম। 
  প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সমাজের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তাদের মা-বাবার পাশাপাশি সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের বলবো এটা নিয়ে মন খারাপ করবেন না। এটা আমার-আপনার হাতে নাই। ওদেরকে আদর-ভালোবাসায় বড় করে তুলতে হবে।
  আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষ্যে প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ