লাল তীর বীজ কোম্পানীর আয়োজনে গতকাল ৪ঠা এপ্রিল বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী গ্রামে পেঁয়াজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, অন্যান্যের মধ্যে লাল তীর বীজ কোম্পানীর ডিএম কৃষিবিদ হামিদুর রহমান, আরএম হারুন অর রশিদ, হুমায়ন আহমেদ, ডিলার মোঃ আলাউদ্দিন, হাজী কোরবান আলী, পেঁয়াজ চাষী আব্দুল আউয়াল ও জালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে লাল তীর বীজ কোম্পানীর পক্ষ থেকে পেঁয়াজ চাষী আব্দুল আওয়ালকে উপহার প্রদান করা হয়।
তিনি বলেন, লাল তীর বীজ কোম্পানীর পেঁয়াজ চাষ করে তিনি আশানুরূপ ফলন পেয়েছেন। তবে পেঁয়াজের বর্তমান দামে উৎপাদন খরচও উঠবে না। তিনি পেঁয়াজ চাষীদের সহযোগিতা করাসহ আমদানী না করার দাবী জানান।