ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
কালুখালীতে তেলবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-০৮ ১৫:০০:৪২

রাজবাড়ী জেলার কালুখালীর পাইকারা মোড়ে তেলবাহী নসিমনের চাকা পাংচার হয়ে চালক সাইফুল মন্ডল(৩৫) নিহত হয়েছে। 
  গতকাল ৮ই এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল মন্ডল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের আরশেদ মন্ডলের ছেলে।
  জানা যায়, নিহত সাইফুল মন্ডল পাংশা বাজারের একটি দোকান থেকে নিজের নসিমনে ২০ ড্রাম সয়াবিন তেল নিয়ে বালিয়াকান্দির জামালপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় পাইকারা মোড় অতিক্রমকালে নসিমনের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা, কালুখালী ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

 

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ