ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
কালুখালীতে গৃহবধু জেসমিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২২-০৪-০৯ ১৪:২৫:০৪

রাজবাড়ী জেলার কালুখালীতে যৌতুকের দাবীতে গৃহবধু জেসমিন আক্তার(২২) এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

  গতকাল ৯ই এপ্রিল বিকালে কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন চলাকালে জেসমিনের পিতা আবু বক্কার বিশ্বাস, রোকন শেখ, সাঈদ, মোশারফ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ বলেন, বিয়ের পর থেকে জেসমিনের স্বামী সেতু যৌতুকের জন্য তাকে নির্যাতন করতো। গত মাসেও তাকে ১লক্ষ টাকা প্রদান করা হয়। তাতেও সেতু ও তার পরিবারের মন ভরেনি। এ জন্য সেতু ও তার বোন আকলিমা মিলে জেসমিনকে পিটিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবী জানাচ্ছি।

  উল্লেখ্য, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের আবু বক্কার বিশ্বাস জামালের মেয়ে জেসমিন আক্তারকে যৌতুকের দাবীতে হত্যার অভিযোগ ওঠে তার স্বামী একই ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের ফজলু শেখের ছেলে সেতু শেখের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে গত ৭ই এপ্রিল কালুখালী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত সেতুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ