ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-১১ ১৪:৫২:২৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১১ই এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হানসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

  ঈদ-উল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, দৌলতদিয়া ঘাটের যানজট নিরসন, ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা, লঞ্চঘাটের সংযোগ সড়কের কাঠের ব্রীজ দ্রুত মেরামত করা, অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধ, বেপরোয়া মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ছিনতাই রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন