ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীর কালিকাপুর ইউনিয়নের পাট চাষীদের মাঝে সার বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৭-২৫ ১৪:১৭:০০
কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল ২৫শে জুলাই পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘রাজবাড়ী জেলার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৫শে জুলাই সকালে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৪৫ জন পাট চাষীর মাঝে এই সার (চাষী প্রতি ৩ কেজি করে টিএসপি, ৩ কেজি করে এমওপি ও ৬ কেজি করে ইউরিয়া) বিতরণ করা হয়। 
  এ সময় উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল জব্বার, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাবিনা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ