রাজবাড়ী জেলার পাংশায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল ২৪শে এপ্রিল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই উদ্বোধন অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরুণ কুমার পালের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম রাসেল কবির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।