ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-২৬ ১৪:৫০:৫৬
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে গতকাল ২৬শে জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দিতে মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ অন্যান্য কর্মকর্তাগণ -মাতৃকণ্ঠ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২৬শে জুলাই সকালে সদর ইউনিয়নের চরআড়কান্দিতে মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। 
  জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জলাশয়ের ২টি মৎস্য প্রদর্শনীতে ২৮০ কেজি কার্প মিশ্র জাতীয় পোনা মাছ অবমুক্তকালে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন ও ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ