ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
পাংশা উপজেলায় ১শ ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদের উপহার ঘর পাচ্ছে
  • পাংশা প্রতিনিধি
  • ২০২২-০৪-২৪ ১৫:৪৭:৫১

মুজিববর্ষ উপলক্ষ্যে পুনর্বাসন কার্যক্রমের ৩য় পর্যায়ের ১ম ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৪টি ইউনিয়নের আরো ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ সরকারী ঘর পাচ্ছে।
  আগামীকাল ২৬শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে এই ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রত্যেক উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও সুধীজনরা এ সময় উপস্থিত থাকবেন। 
  পাংশা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে পুনর্বাসন কার্যক্রমের ৩য় পর্যায়ের ১ম ধাপে উপজেলার ১০০টি ঘর ভূমিহীনদের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সরিষা ইউনিয়নে ৬৮টি, কসবামাজাইল ইউনিয়নে ২০টি, মৌরাট ইউনিয়নে ৯টি ও হাবাসপুর ইউনিয়নে ৩টি ঘর রয়েছে। ঘরগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়েছে। ঘরের পাশাপাশি উপকারভোগীদের ২শতাংশ করে জমিও বরাদ্দ দেয়া হচ্ছে।

 

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন