ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
কালুখালীতে আলোচনা সভা-উপকরণ বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৭-২৬ ১৪:৫৩:২২
জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীতে গতকাল ২৬শে জুলাই কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা, মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
  গতকাল ২৬শে জুলাই এসব কর্মসূচী পালন করা হয়। দুপুরে কালুখালী উপজেলা পরিষদের মিলনায়তনে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু।
  আলোচনা সভা শেষে করোনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীর মৎস্য  চাষীদের মধ্যে উপকরণ (২০ জন মৎস্য চাষীর মধ্যে ৬শত কেজি কার্প জাতীয় মাছের খাবার) বিতরণ করা হয়। এরপর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের পুকুরে ৪হাজার পিস রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ