ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সংকট
  • পাংশা প্রতিনিধি
  • ২০২২-০৫-০৬ ১৫:১৫:০৯

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পের মোটর গত ২৮শে এপ্রিল পুড়ে যায়। এখন পর্যন্ত সেটি মেরামত করা হয়নি। ফলে গত এক সপ্তাহ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও কোয়ার্টারের বাসিন্দারা। 

  গতকাল ৬ই মে সকালে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডে ১০ জন ও পুরুষ ওয়ার্ডে ৩জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে ৫ জনই ডায়রিয়ায় আক্রান্ত রোগী। ওয়ার্ডগুলোর ৮টি সিলিং ফ্যানের মধ্যে ৫টিই অচল। পানি সংকটের পাশাপাশি রোগীরা গরমে দুর্ভোগ পোহাচ্ছে।

  রোগীরা বলেন, এখানে পানি নেই। ফ্যান ঘুরে না। অনেক দূরে গিয়ে খাবার পানি কিনে আনতে হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।

  দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগম বলেন, গত ২৮শে এপ্রিল পানির পাম্পের মোটর পুড়ে গেছে। সে জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই। আশপাশেও পানির কোন ব্যবস্থা নেই। এতে সবাইকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

  কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পের মোটর পুড়ে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। মোটরটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ