ঢাকা বুধবার, নভেম্বর ৬, ২০২৪
বন্যায় গোয়ালন্দের ট্রেন চলাচল বন্ধ॥হুমকীর মুখে দৌলতদিয়া ফেরী ঘাট
  • আবুল হোসেন
  • ২০২০-০৭-২৬ ১৪:৫৮:২০
গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন জায়গায় রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ার কারণে গতকাল ২৬শে জুলাই দুপুরে গোয়ালন্দ বাজার স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ডানে দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাটের সংযোগ সড়ক

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে ৫ সেঃ মিঃ পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ১১৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
  পানি বৃদ্ধির ফলে গোয়ালন্দ উপজেলার নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। বিভিন্ন জায়গায় রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ার কারণে গতকাল ২৬শে জুলাই দুপুরে গোয়ালন্দ বাজার স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে গাড়ী চলাচল করছে। দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে নদীগর্ভে বিলীন হওয়ায় ১ ও ২নং ফেরী দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। ৩নং ফেরী ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি ৬নং ফেরী ঘাটও হুমকীর মুখে রয়েছে। এর পাশাপাশি ফেরীর স্বল্পতা ও নদীতে তীব্র স্রোতে পারাপার ব্যাহত হওয়ায় গত কয়েকদিন ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কোরবানীর পশুবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। এর উপরে যদি ২টি ফেরী ঘাট বন্ধ হয়ে যায় তাহলে দুর্ভোগ আরো বাড়বে।
  গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল জলিল জানান, রেল লাইনের কয়েকটি স্থান পানিতে ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ গোয়ালন্দের সাথে রেল চলাচল বন্ধ করে দিয়েছে। পানি কমলে লাইন মেরামত করে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। 
  বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। আমরা ফেরী ঘাটগুলো সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিকল্প হিসেবে নতুন একটি ঘাট নির্মাণের কাজ চলছে।  

রাজবাড়ীতে শিল্প বাণিজ্য মেলা শেষে ক্ষতবিক্ষত খেলার মাঠ!
ড্রেনের ৭০ শতাংশ কাজ না করেই ৭৭.৫ শতাংশ অর্থ উত্তোলন করেছে ঠিকাদার!
 ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন॥আতঙ্কে স্থানীয়রা
সর্বশেষ সংবাদ