রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনা, সাপে কাটাসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল ১০ই মে বেলা ১১টা থেকে দিনব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মঞ্জুরা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার সরকার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির, জনপ্রতিনিধি ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।