ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
পাংশায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-১০ ১৪:১৭:২৫

রাজবাড়ী জেলার পাংশায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

  স্বাস্থ্য অধিদপ্তরের ‘কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)’ কর্মসূচীর আয়োজনে গতকাল ১০ই মে দুপুরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ হাসানাত আল মতিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আখিরুজ্জামান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
  উল্লেখ্য, প্রথম পর্যায়ের প্রশিক্ষণে মাছপাড়া ও যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ও ইউপি সচিবগণ অংশগ্রহণ করেন। পরবর্তীতে উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ