ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ১২ই মে সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং ও মিডওয়ারি কলেজের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় নার্স ও নার্সিং শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।