ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
ফরিদপুরে ৪হাজার ৮০০ লিটার সয়াবিন উদ্ধার॥ব্যবসায়ীর ১লাখ টাকা জরিমানা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০৫-১৪ ১৪:৫১:৪৫

ফরিদপুর শহরের শোভারামপুরস্থ গোডাউন থেকে গতকাল ১৪ই মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মজুদ করে রাখা ৪ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ এক মুদী দোকানীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
  অভিযানকালে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের সুবল স্টোর নামক বড় একটি মুদী দোকানের পার্শ্ববর্তী শোভারামপুরস্থ গোডাউন থেকে মজুদ করা ৪ হাজার লিটার বোতলজাত ও ৮০০ লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার এবং দোকানী কানাইলাল পোদ্দারকে ১লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি তাকে ১০দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়াও উদ্ধারকৃত বোতলজাত তেল গায়ের রেটে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়। 
  ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশিদ ও পুলিশের একটি টিম অভিযানে অংশগ্রহণ করেন। 

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ