তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) ১ম সংশোধনী প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল ১৮ই মে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে প্রথমে র্যালী অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি শুরু হয়ে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, প্রতিহিংসা, সহিংসতা, নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, অধিকার নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ শিশু মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এছাড়াও শিশু বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২দিনব্যাপী এই শিশু মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের ১০টি স্টল রয়েছে। আজ ১৯শে মে শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।