ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশায় ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-২২ ১৫:৪৭:৫৮

রাজবাড়ী জেলার পাংশায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
  পাংশা উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল ২২শে মে বেলা ১২টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, অন্যান্যের মধ্যে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন, সাংবাদিক মোক্তার হোসেন, মাসুদ রেজা শিশির, শামীম হোসেন, ভূমি সেবা গ্রহীতা লোকমান হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।
  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন জানান, উপজেলায় ১ লক্ষ ১৯ হাজারের মতো হোল্ডিং/খতিয়ান রয়েছে। এর মধ্যে গত এক বছরে ১ লক্ষ ১৩ হাজারের অধিক অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। বাকীগুলোতে জটিলতা রয়েছে। আশা করি সেগুলোও সমাধান করে অনলাইন সেবার আওতায় আনা যাবে। এছাড়া ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে একটি বুথের মাধ্যমে গ্রাহকদের অনলাইন সেবা প্রদান করা হচ্ছে।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ