ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৫-২২ ১৫:৪৮:৩৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২২শে মে বিকালে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বহরপুর ইউনিয়ন দল ১-০ গোলে জামালপুর ইউনিয়ন দলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। 
  ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  এছাড়াও অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ