ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশা যশাইতে ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি জিল্লুল হাকিম
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-২৪ ১৬:১১:২০
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৪শে মে বিকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নে পাংশা-সেনগ্রাম সড়কের উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোনের পর মোনাজাত করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৪শে মে বিকালে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাংশা-সেনগ্রাম সড়কের উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 
  এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকির হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, যশাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সঞ্জয় শিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই ব্রিজ নির্মাণ তারই একটা অংশ। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 
  উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্ত্বাবধানে ৪ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ২০৩ টাকা ব্যয়ে ২৮ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রিজটি নির্মাণ কাজ সম্পাদন করবে ফরিদপুরের কামারজানি ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ