ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-২৪ ১৬:১৬:২৮
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৪শে মে উজানচর ইউনিয়নের সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রফি বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২৪শে মে উজানচর ইউনিয়নের সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা দল ২-০ গোলে ছোট ভাকলা ইউনিয়ন দলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। 
  খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, এনায়েত হোসেন জাকির, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি। 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ