ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে ৫ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৫-২৬ ১৫:২১:১০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে গতকাল ২৬শে মে দুপুরে মুন্নি (১১) নামে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। 
  মৃত মুন্নি শ্রীরামপুর গ্রামের কৃষক জাফর মল্লিকের মেয়ে এবং বেতাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
  জানা গেছে, মুন্নির বাবা মাঠে কৃষি কাজে ও মা স্থানীয় একটি দোকানে বিদ্যুৎ বিল দিতে যায়। ওই সময় মুন্নি ছোট ২ভাইয়ের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর বসত ঘরের আড়ার সাথে লাল রঙের ওড়নার সাথে মুন্নিকে ঝুলে থাকতে দেখে শিশুরা। পরে শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন জানান, দুপুর ১টার কিছুক্ষণ পর মুন্নিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পূর্বেই সে মারা যায়। কী কারণে সে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। 
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। শুনেছি মেয়েটির মানসিক সমস্যা ছিল। ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ