আজ ২৮শে মে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির প্রয়াত প্রবীণ সাংবাদিক রঘুনন্দন সিকদারের ২য় মৃত্যু বার্ষিকী।
২০২০ সালের এই দিনে তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি(আমৃত্যু) এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক মাতৃকণ্ঠের উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি বালিয়াকান্দির কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশানের সভাপতি এবং মানবাধিকার কমিশন ও সুজন-এর বালিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিসের সমস্যায় ভোগার পর ৬৭ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার শান্তি কামনায় পরিবারের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলা সদরের আমতলা বাজারস্থ নিজ বাড়ীতে ধর্মীয় অনুষ্ঠান ও দুস্থদের ভোজের আয়োজন করা হয়েছে।