ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-২৯ ১৪:৩১:৩২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে গতকাল ২৯শে মে পাংশা পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
  অভিযানকালে লাইসেন্সের ভুয়া নবায়ন সনদ দেখানোয় এন.আর ক্লিনিককে ৫হাজার টাকা জরিমানাসহ সিলগালা, লাইসেন্স না থাকায় মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতালে ৫হাজার টাকা জরিমানাসহ সিলগালা, লাইসেন্স নবায়ন না থাকায় মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স নবায়ন না থাকায় মঈন চক্ষু হাসপাতালকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক, ল্যারেটরিজ (নিয়ন্ত্রণ) আইন-১৯৮২ ধারা অনুযায়ী এই জরিমানা ও সিলগালা করা হয়।
  পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান ও পাংশা থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ